হযরত আবূ উমামা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত,
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম’র পবিত্র
দরবারে আরয করলো, “ঈমান কি?হুযুর এরশাদ করলেন,যখন তোমাকে
স্বীয় নেকী আনন্দিত করবে এবং স্বীয় মন্দ কাজ পীড়া দেবে, তাহলে তুমি
কামিল মু’মিন”,লোকটি পুনরায় আরয করলো, “এয়া রাসূলাল্লাহ্!গুনাহ্ কি”?
হুযুর এরশাদ করলেন, যে জিনিস তোমার অন্তরে বিদ্ধ হয় তা ছেড়ে দাও”।
(কিতাবুল ঈমানঃহাদীস নং-৪১,মিশকাত শরীফ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম’র পবিত্র
দরবারে আরয করলো, “ঈমান কি?হুযুর এরশাদ করলেন,যখন তোমাকে
স্বীয় নেকী আনন্দিত করবে এবং স্বীয় মন্দ কাজ পীড়া দেবে, তাহলে তুমি
কামিল মু’মিন”,লোকটি পুনরায় আরয করলো, “এয়া রাসূলাল্লাহ্!গুনাহ্ কি”?
হুযুর এরশাদ করলেন, যে জিনিস তোমার অন্তরে বিদ্ধ হয় তা ছেড়ে দাও”।
(কিতাবুল ঈমানঃহাদীস নং-৪১,মিশকাত শরীফ)
No comments:
Post a Comment