রাসূলুল্লাহ (সাঃ) এর খাদেম সাওবান (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন,
"তুমি
অধিকাধিক সাজদাহ করাকে অভ্যাস বানিয়ে নাও। কারণ, তুমি যে কোন সাজদাহ করবে, আল্লাহ তাআলা তার দ্বারা তোমাকে মর্যাদায় এক ধাপ উঁচু করে দেবেন এবং তোমার থেকে একটি গুনাহ মিটিয়ে দেবেন।"
(রিয়াদুস সালেহীন: ১০৯, মুসলিম: ৪৮৮, তিরমিযী: ৩৮৮, নাসায়ী: ১১৩৯, ইবনে মাজাহ: ১৪২৩, আহমাদ: ২১৮৬৫, ২১৯০৫, ২১৯৩৬)
"তুমি
অধিকাধিক সাজদাহ করাকে অভ্যাস বানিয়ে নাও। কারণ, তুমি যে কোন সাজদাহ করবে, আল্লাহ তাআলা তার দ্বারা তোমাকে মর্যাদায় এক ধাপ উঁচু করে দেবেন এবং তোমার থেকে একটি গুনাহ মিটিয়ে দেবেন।"
(রিয়াদুস সালেহীন: ১০৯, মুসলিম: ৪৮৮, তিরমিযী: ৩৮৮, নাসায়ী: ১১৩৯, ইবনে মাজাহ: ১৪২৩, আহমাদ: ২১৮৬৫, ২১৯০৫, ২১৯৩৬)
No comments:
Post a Comment