আলী (রাঃ) থেকে বর্ণিত, একজন ‘মুকাতিব’ (লিখিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমান অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধকৃতদাস) তাঁর নিকট এসে নিবেদন করল, ‘আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন।’ (এ কথা শুনে) তিনি বললেন, ‘তোমাকে কি এমন দুআ শিখিয়ে দিব না, যা রাসুলুল্লাহ (দ:) আমাকে শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত সমপরিমান ঋণও থাকে, তাহলে আল্লাহ তা’আলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। বল,ا আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিকা,ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।’"হে আল্লাহ তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও ।( হালাল রুজিই যেন আমার জন্য যথেষ্ট হয় ) এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন এবং প্রবণতা বোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও। " [তিরমিযী ৫/৫৬০, হিসনুল মুসলিম পৃষ্ঠা ১৫৬]
No comments:
Post a Comment