Tuesday, 18 February 2014

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন

আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো। সুতরাং অবশ্যই আমি ফিরিয়ে দেবো সেই ক্বিবলার দিকে, যাতে আপনার সন্তুষ্টি রয়েছে । এখনই আপন মূখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে ;এবং হে মুসলমানগণ ! তোমরা যেখানেই থাকো স্বীয় মূখ সেটার দিকে ফিরাও । আর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, তারা নিশ্চয় জানে যে, এটা তার প্রতিপালকের পক্ষ থেকে সত্য এবং আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অনবহিত নন ।”

[সূরা বাক্বারা; আয়াত ১৪৪, পারা ২,অনুবাদঃ কানযুল ইমান ৫৪-৫৫ পৃষ্ঠা ]

No comments:

Post a Comment