Sunday 16 February 2014

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
মুমিন ব্যক্তি ও ঈমানের উপমা হচ্ছে খুঁটিতে বাঁধা ঘোড়া। সে চতুঃসীমার মধ্যে ঘুরে-ফিরে আবার খুঁটির কাছে চলে আসে। অনুরুপভাবে মুমিন ব্যক্তি ভুল করে বসে, কিন্তু পুনরায় অনুতপ্ত হয়ে ঈমানের দিকে ফিরে আসে। অতএব তোমরা মোত্তাকী লোকদের নিজেদের খাবার খাওয়াও এবং ঈমানদারদের সাথে সদয় ব্যবহার করো। 
(বায়হাকী থেকে মিশকাতে)
 [ আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত]

No comments:

Post a Comment