Friday, 28 February 2014

রাসুলুল্লাহ (সা) এর জিবনপ্রনালি

রাসুলুল্লাহ (সা) এর জিবনপ্রনালি যেমন ছিল....
১। প্রবেশপথে একটি পর্দা, কোন দরজা ছিল না। (সাহাবারা ওনার দরজায় নক করতেন না, রাসুলুল্লাহ বলে ডাকাতেন- সুরা হুজুরাত)

২।রাসুলুল্লাহ (সা:) এর নিজস্ব জিনিসের মধ্যে ছিল- একটা তীর, ধনুক, বল্লম আর তরবারি
মুবারক.

৩। রাসুলুল্লাহ (সা:) এর কাছে ছিল একটা লাঠি মুবারক যা তিনি খুতবা আর হাটা চলার কাজে ব্যবহার করতেন

৪। চামড়ার তৈরি একটা পানির মশক মুবারক ,একটা প্লেট আর একটা টুপি মুবারক ছিল রাসুলুল্লাহর(সা:) প্রতিদিনের ব্যবহার্য জিনিসপাতি

৫। বাড়ির ছাদ ছিল ছনের তৈরি, বৃষ্টি হলেই ভিজে যেত ঘর, আর...

৬। বালিশ যা ছিল...... তা একটা ইট মুবারক !!!!

সুবাহানাল্লাহি ওয়াবিহামদিহি.....!

আমাদের প্রিয় নবীজি(সা:) কত কষ্ট করে জীবন যাপন করতেন ।

No comments:

Post a Comment