হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন একজন ইয়াহুদ মহিলা তাঁর নিকট
আগমন করে (কথা প্রসঙ্গে ) কবরের আযাবের কথা উল্লেখ করলো । সে বলল, আল্লাহ
আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন । পরে আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি
বললেন , হাঁ কবরের আযাব সত্য ।আয়েশা বলেছেন, এরপর আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমন কোনও সালাত আদায় করতে দেখি নাই,
যাতে তিনি কবরের আযাব থেকে (আল্লাহর নিকট ) আশ্রয় প্রার্থনা করেন নাই।
[সহীহ আল-বুখারী ঃ কিতাবুল জানায়েয /১২৮১]
[সহীহ আল-বুখারী ঃ কিতাবুল জানায়েয /১২৮১]
No comments:
Post a Comment