মুহাম্মদ ইবন ইসহাক বলেন,
আমিনা বিনতে ওহব নিজে বলতেন যে,
রাসূলুল্লাহ (সাঃ) তাঁর গর্ভে থাকাকালে স্বপ্নে কে যেন তাকে বলে যায়, তুমি এই উম্মতের সর্দারকে গর্ভে ধারণ করেছ । তিনি ভূমিষ্ঠ হলে তুমি বলবে, এঁকে আমি সকল হিংসুকের অনিষ্ট ও যাবতীয় বিপদাপদ থেকে এক আল্লাহ্ আশ্রয়ে সোপর্দ করছি। কারন প্রশংসাহ আল্লাহর নিকট তিনি মর্যাদাবান। তাঁর সঙ্গে এমন একটি নূর বের হবে, যা সিরিয়ার রাজপ্রাসাদ সমূহকে আলোকিত করে ফেলবে। ভূমিষ্ঠ হলে তুমি তাঁর নাম রাখবে "মুহাম্মদ" তাওরাতে তাঁর নাম আহমদ। আকাশ ও পৃথিবীর অধিবাসীরা তাঁর প্রশংসা করে। ইনজীলে তাঁর নাম "আহমদ" আর কুরআনে তাঁর নাম মুহাম্মদ।
(আল-বিদায় ওয়ান নিহায়া ২য় খণ্ড।
{পৃষ্ঠা নম্বরঃ- ৪৮৭ }
সুবহানাল্লাহ
আমিনা বিনতে ওহব নিজে বলতেন যে,
রাসূলুল্লাহ (সাঃ) তাঁর গর্ভে থাকাকালে স্বপ্নে কে যেন তাকে বলে যায়, তুমি এই উম্মতের সর্দারকে গর্ভে ধারণ করেছ । তিনি ভূমিষ্ঠ হলে তুমি বলবে, এঁকে আমি সকল হিংসুকের অনিষ্ট ও যাবতীয় বিপদাপদ থেকে এক আল্লাহ্ আশ্রয়ে সোপর্দ করছি। কারন প্রশংসাহ আল্লাহর নিকট তিনি মর্যাদাবান। তাঁর সঙ্গে এমন একটি নূর বের হবে, যা সিরিয়ার রাজপ্রাসাদ সমূহকে আলোকিত করে ফেলবে। ভূমিষ্ঠ হলে তুমি তাঁর নাম রাখবে "মুহাম্মদ" তাওরাতে তাঁর নাম আহমদ। আকাশ ও পৃথিবীর অধিবাসীরা তাঁর প্রশংসা করে। ইনজীলে তাঁর নাম "আহমদ" আর কুরআনে তাঁর নাম মুহাম্মদ।
(আল-বিদায় ওয়ান নিহায়া ২য় খণ্ড।
{পৃষ্ঠা নম্বরঃ- ৪৮৭ }
সুবহানাল্লাহ
No comments:
Post a Comment