এক মহিলার জানাযার নামাযে একজন কাফন চোর
অংশগ্রহণ করল এবং নামায শেষে কবরস্থানে গিয়ে ঐ মহিলার কবরের নিশানাও জেনে
নিল ।যখন রাত গভীর হল তখন সে কাফন চুরি করার মানসে কবর খুড়ে ফেলল। তৎক্ষণাৎ
মরহুমা বলে উঠল,একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি, আরেকজন ক্ষমাপ্রাপ্তা মহিলার
কাফন চুরি করছে! শুনো ,আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দিয়েছেন এবং আমার
জানাযার নামাযে আংশগ্রহণকারী সবাইকেও ক্ষমা করে দিয়েছেন আর তুমিও তাতে
আংশগ্রহণ করেছিলে।এটা শুনে সে তৎক্ষণাৎ কবরে মাটি ঢেলে দিল এবং সত্য অন্তরে
তওবা করে নিল।(শারহুস সুদুর,পেজ-২০১)
No comments:
Post a Comment