Friday, 14 February 2014

না’তে মুস্তাফা

না’তে মুস্তাফা –
ইমামে আ’যম আবূ হানীফা

এখন ইমামে আ’যম আবূ হানীফা নূ’মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তা’য়ালা আন্‌হু কর্তৃক আরবী ভাষায় রচিত এমন একটি হৃদয়গ্রাহী না’তে মুস্তাফার উল্লেখ করছি যাহা কুল উম্মতে মুহাম্মাদীর হৃদয়ের প্রতিটি স্পন্দনের কথা। পৃথিবীর সর্বত্র আরব-আযমে উক্ত না’তটি মিলাদ মাহফিলে অতি ভক্তি সহকারে পঠিত হয়ে থাকে। কোন কোন জায়গায় ইহা লুরী বা কোথায়ও আল্লামা শেখ সাদীর “বালাগাল উলা..........” সাথে মিলিয়ে পঠিত হয়ে থাকে। নিম্নে না’ত শরীফটি দেওয়া হলো-

মূল আরবী উচ্চারণ-

(১)
আস্‌সুবহু বাদা’আ মিন্‌ তাল্‌ আতিহী,
ওয়াল্লাইলু দাজা মিন্‌ ওয়াফ্‌ রাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

নবীজির আগমনে প্রভাত হয়েছে। নবীজির চেহারার জ্যোতিতে রাঁত অপসারিত হয়েছে।

(২)
ফাকার রুসূলা ফাদ্‌ লান ওয়া আ’লা,
আহদাস্‌ সুবুলা লি দালালতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

সমস্ত নবী-রাসূলগণের উপর নবীজির মর্যাদা ও মহাত্ম বিরাজমান। তিনি সর্বশ্রেষ্ঠ পথ দর্শনকারী।

(৩)
কানজল কারামী মাওলান নিয়ামী,
হাদিউল্‌ উমামী লি শরিয়াতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

নবীজি সমস্ত দয়ার খনি। তিনি সমস্ত নেয়ামতের মালিক। বিশ্বের সকল জাতীকে তাঁর শরীয়তের দিকে পথ প্রদর্শক।

(৪)
আয়কান নাস্‌রী আ’লাল হাসাবী,
কুলস্নুল আরাবী ফি খিদমাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

বংশ মর্যাদার দিক থেকে নবীজি পুতঃ ও সর্বশ্রেষ্ঠ। সমস্ত আরব জগত তাঁর সেবায় নিয়োজিত।

(৫)
জা’আ সাজারু নাতাক্বাল হাজারু,
সাক্কাল্‌ কামারু বি ইশারাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

বৃক্ষ এসে গেলো নবীজির কাছে। নির্বাক পাথর তাঁর সাথে কথা বলেছে। তাঁর আঙ্গুলের ইশারায় চাঁদ দু’টুকরা হয়েছে।

(৬)
জিব্রীল আ’তা লাইলাতা আস্‌রা,
ওয়ার রাব্বু দা’আ ফি হাজ্‌রাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

জিব্রিল আমীন আলাইহিস সালাম মেরাজ রজনীতে নবীজির কাছে আগমন করেছেন এবং রব তা’য়ালা তাঁর সান্নিধ্যে যাওয়ার জন্যে আহ্বান করলেন।

(৭)
ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা,
ফাল্‌ ইজ্জুলানা লি ইজাবাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

আমাদের দুজাহানের শিরোমনি। তাঁর দ্বীনের দাওয়াত গ্রহণে আমরা সম্মানিত হয়েছি।

(৮)
না লাশ শারাকা ওয়াল্লাহু আকা,
আম্মান ছালাফা মিন্‌ উম্মাতিহী॥
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌

গদ্যানুবাদ

নবীজির নালাঈন শরীফ আল্লাহর নিকট সম্মানিত হয়েছে। এবং মহান আল্লাহ্‌ ইহাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন।

কাব্যানুবাদ

(১)
তব রূপের কিরণ দানে প্রভাত রশ্মি
তব চুলের দ্যুতি কাটেঁ আঁধার নিশী।

(২)
সব রাসূলের অধিপতি, শ্রেষ্ঠ আসনে বসি
তাঁরে হেরিয়া দিশা পেল পথহারা প্রবাসী।

(৩)
সব দয়ার খনি, করুণার সঞ্জীবনী
আনলে টানি, মুক্তির পথে জগৎ বাসি।

(৪)
তাঁর বংশ মর্যাদায়, তিঁনি সর্বোচ্চ উচ্চতায়
তাঁর চরণ সেবায়, পূর্ণ আরব হয়েছে দাসী।

(৫)
বৃক্ষ ছাড়ে মাটির বুক, জড় পাথরও খুলে মুখ
আর আঙ্গুল আজ্ঞায় বিভক্ত রাতের শশী।

(৬)
করে জিব্রিল আগমন, দিতে রবের নিমন্ত্রণ
সপ্ত আকাশ করে ভ্রমণ, এক নিমিষে ভাসি।

(৭)
সে দু’জগৎ শিরোমনি, দিয়েছেন দ্বিনের আহ্বানী
তাঁর করুণার আচ্ছাদনি, করেছে মোদের বিশ্বাসী।

(৮)
তাঁর পাদুকার পরশ, ছুয়ে রবের আরশ
পেল খোদার পরম খুশি।

No comments:

Post a Comment