আল্লাহর নামে আড়ম্ব,যিনি পরম দয়ালু,করুণাময়।
এবং ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।
আর নিশ্চয় নিশ্চয় নামায ভারী,কিন্তু তাদের জন্য(নয়),
যারা আন্তরিক ভাবে আমার প্রতি বিনীত হয়;
যাদের অন্তরে এই দৃঢ়বিশ্বাস রয়েছে যে, তাদেরকে
আপন রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে।
(সূরা-বাক্বারা,আয়াতঃ৪৫-৪৬,অনুবাদঃকানযুল ঈমান)
এবং ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।
আর নিশ্চয় নিশ্চয় নামায ভারী,কিন্তু তাদের জন্য(নয়),
যারা আন্তরিক ভাবে আমার প্রতি বিনীত হয়;
যাদের অন্তরে এই দৃঢ়বিশ্বাস রয়েছে যে, তাদেরকে
আপন রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে।
(সূরা-বাক্বারা,আয়াতঃ৪৫-৪৬,অনুবাদঃকানযুল ঈমান)
No comments:
Post a Comment