▣ হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম) বলতেন, পাঁচ ওয়াক্তের সালাত, এক জুমুআ থেকে আরেক জুমুআ এবং
এক রামাদান থেকে আরেক রামাদানের মধ্যবর্তী সব গুনাহ্ কে মুছে দেয়, যদি সে
কবীরা গুনাহ্ থেকে বেঁচে থাকে। [মুসলিম, ৪৫৯]
আলহামদুলিল্লাহ্।
▣ হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে বা বিকালে যতবার মসজিদে যায় আল্লাহ্ তাআলা জান্নাতে তার জন্য ততবার মেহমানদারীর আয়োজন করেন। [বুখারী, ৬২৯]
আলহামদুলিল্লাহ্।
▣ হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে বা বিকালে যতবার মসজিদে যায় আল্লাহ্ তাআলা জান্নাতে তার জন্য ততবার মেহমানদারীর আয়োজন করেন। [বুখারী, ৬২৯]
No comments:
Post a Comment