"আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত,
"সবল মু'মিন আল্লাহর নিকট দুর্বল মু'মিন অপেক্ষা বেশি প্রিয়। আর প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। তুমি ঐ জিনিসে যত্নবান হও, যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর ও উৎসাহহীন হইয়ো না। যদি তোমার কিছু ক্ষতি হয়, তাহলে একথা বল না যে, 'যদি আমি এরকম করতাম, তাহলে এরকম হতো।' বরং বলো, 'আল্লাহর (লিখিত) ভাগ্য এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন।' কারণ, 'যদি' (শব্দ) শয়তানের কাজের দুয়ার খুলে দেয়।"
~(রিয়াদুস সালেহীন: ১০২, বুখারী: ২৬৬৪, ইবনে মাজাহ: ৭৯, ৪১৬৮, আহমাদ: ৮৫৭৩, ৮৬১১)।
"সবল মু'মিন আল্লাহর নিকট দুর্বল মু'মিন অপেক্ষা বেশি প্রিয়। আর প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। তুমি ঐ জিনিসে যত্নবান হও, যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর ও উৎসাহহীন হইয়ো না। যদি তোমার কিছু ক্ষতি হয়, তাহলে একথা বল না যে, 'যদি আমি এরকম করতাম, তাহলে এরকম হতো।' বরং বলো, 'আল্লাহর (লিখিত) ভাগ্য এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন।' কারণ, 'যদি' (শব্দ) শয়তানের কাজের দুয়ার খুলে দেয়।"
~(রিয়াদুস সালেহীন: ১০২, বুখারী: ২৬৬৪, ইবনে মাজাহ: ৭৯, ৪১৬৮, আহমাদ: ৮৫৭৩, ৮৬১১)।
No comments:
Post a Comment