Sunday, 16 February 2014

ওসীলা তালাশ করা শরীয়ত সম্মত

>> মহান রাব্বুল আলামীনের কাছে সাহায্য চাওয়ার সময় ওসীলা তালাশ করা ইসলামী শরীয়ত সম্মতভাবে সম্পূর্ণ
বৈধ।ওসীলা তালাশ করা পবিত্র কোরআন ও হাদীস দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত।

** ওসীলা সম্পর্কে মহান আল্লাহপাক পবিত্র কোরআনে এরশাদ করেনঃ
"হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রতিপালকের প্রতি ওসীলা তালাশ কর।"

{সূরা-মায়েদা, রুকু-৬}

** অনুরূপভাবে পবিত্র হাদীস শরীফে ও ওসীলা তালাশের ব্যাপারে বৈধতা পাওয়া যায়।

হযরত আলীরাঃ এর সূত্রে রাসুলে পাক দঃ পৃথিবীর বুকে বিচরণকারী চল্লিশ জন
আবদাল সম্পর্কে এরশাদ করেনঃ
"তাঁদের ওসীলায় বৃষ্টি বর্ষন করা হয় এবং তাদের মাধ্যমে শত্রুদের উপর বিজয় লাভে সাহায্য দেয়া হয়, আর তাঁদের (বরকত ও ওসীলা )দ্বারা শামবাসীদের থেকে আযাব দূরীভূত করা হয়।"

{মিশকাত ২য় অধ্যায়,কিতাবুল ফিতন ফী যিকরিল ইয়ামান ওয়াশ সাম।}

# অতএব, পবিত্র কোরআন ও হাদীস শরীফ দ্বারা প্রমাণিত হল ওসীলা তালাশ করা সম্পূণর্তভাবে বৈধ।

No comments:

Post a Comment