Friday, 28 February 2014

ইয়াতীমের অধিকার

" ইয়াতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালের সাথে ভালো মালের রদ-বদল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে মিশিয়ে তা গ্রাস করো না। নিশ্চয়ই, এটা বড় মন্দ কাজ।"

~(সূরা নিসা : ২)~

"তোমরা ইয়াতীমদের ধন-সম্পত্তির নিকটেও যেয়ো না; অবশ্য এমন নিয়ম ও পন্থায়, যা সর্বাপেক্ষা ভালো, যত দিন না সে জ্ঞান বুদ্ধি লাভের বয়স পর্যন্ত পৌঁছে যায়।"

~(সূরা বনি ইসরাঈল : ৩৪)
::

No comments:

Post a Comment