Wednesday, 19 February 2014

আল্লাহই আমার জন্য যথেষ্ট

যে ব্যক্তি এই দো'আটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার বলবে দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা-ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন -
"আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।"[ সূরা আত-তাওবাহ -১২৯]
[আবু দাউদ, ইবনে মাজাহ -২/৩৩২]
উচ্চারণ- হাছবী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আ'লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশীল আযীম

No comments:

Post a Comment