হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বর্ণনা করেন, আমি একবার চাঁদনী রাতে
রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি দৃষ্টিপাত করেছিলাম। তিনি তখন লাল (লাল রেখা
বিশিষ্ট) চাদর ও লুঙ্গি পরিহিত ছিলেন। আমি কখনও চাঁদের দিকে তাকাতাম, আবার
কখনও রাসূলুল্লাহ (সাঃ) এর দিকে। অবশেষে আমি এ সিদ্ধান্তে উপনীত হলাম যে,
রাসূলুল্লাহ (সাঃ) চাঁদের তুলনায় অনেকগুণ বেশী সুন্দর।
- শামায়েলে তিরমিযী, হাদীস নং - ৯, অনুচ্ছেদ- ১
- শামায়েলে তিরমিযী, হাদীস নং - ৯, অনুচ্ছেদ- ১
No comments:
Post a Comment