Tuesday, 25 February 2014

সূরা ইখলাসের ফজিলত ও বরকত

১.যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই
ব্যক্তি কুরআনুল কারীম এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব
লাভ করবে।

২.যে ব্যক্তি দশবার পাঠ করবে আল্লাহ্ তায়ালা নিজ
কুদরতি হাতে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল
একটি মহল তৈরি করবেন।

৩.যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ্ তায়ালা আর জন্য
জান্নাতে ওয়াজিব করে দিবেন।

৪.যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ্
তায়ালা তাঁর লাশ বহন করার জন্য হয়রত জিবরাঈল (আঃ)
এর সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরন করবেন। সেই
ফেরেশতারা তাঁর লাশ বহন করবে এবং জানাজায় শরিক হবে।

No comments:

Post a Comment