হযরত সৈয়্যেদেনা শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলা জাদ্দিহি নাবীয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন-
ইশকের মধ্যে এমন কোন মিঠা হ্রদ নেই যাতে আমার জন্য বেশী মিষ্ঠ ও উতকৃষ্ট পানীয় নেইমিলনের ক্ষেত্রে এমন কোন বিশেষ স্থান নেই।যাতে আমার মনযিল(মাকাম) বেশি প্রিয় ও বেশি নিকটে নেই ।
আমি সবসময় সুন্তুষ্টির ময়দানগুলোতে চরে থাকি শেষ পর্যন্ত আমাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, যা অন্য কাউকে দেওয়া হয় না ।
পূর্ববর্তী ওলিদের (বেলায়েতের) সূর্য অস্তমিত হয়েছে কিন্তু আমার (বেলায়েতের) সূর্য রয়েছে সূউচ্চ আসমানে, যা কখনও অস্তমিত হবে না । (বাহজাতুল আসরার, পৃষ্টা-২৮৪)
এ সম্পর্কে সমগ্র ভারতবর্ষে কাদেরীয়া তরিকার প্রচারক , বড়পীর গাউসে পাকের খাস বংশধর তথা আহলে বাইতের সদস্য(প্রিয় নবীর বংশধর) , হযরত সৈয়্যেদেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী আল জিলানী আল মেদিনীপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আযীয ওরফে ''মওলা পাক'' তার '' দিওয়ান-ই-পাক'' এর এক কাসিদা শরিফে বলেন -
হো গ্যায়া শামসে বেলায়েত আগলে লোগুঁকা গরুব
গাওস কে ফয়যান কা নিকলা জব চমক কর আফতাব ।
অর্থ: বেলায়েতের সূর্য হয়েছে যত অস্তগত
গাউসিয়াত রবি আপনার রবে চির প্রজ্জ্বলিত । (দিওয়ান-ই-পাক)
ইয়া গাউসে পাক ! রওশন জমীর। ইয়া কুতুবুল কাওনায়েন। ইয়া গাউসে আযম আল-গায়াস । ইয়া গাউসুল ওরা । ইয়া গাউসুল কুল । আপনার গাউসিয়াত ও বেলায়েতের ফয়ূজাত আমাদের নসীব করুন । আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন।আমীন।
ইশকের মধ্যে এমন কোন মিঠা হ্রদ নেই যাতে আমার জন্য বেশী মিষ্ঠ ও উতকৃষ্ট পানীয় নেইমিলনের ক্ষেত্রে এমন কোন বিশেষ স্থান নেই।যাতে আমার মনযিল(মাকাম) বেশি প্রিয় ও বেশি নিকটে নেই ।
আমি সবসময় সুন্তুষ্টির ময়দানগুলোতে চরে থাকি শেষ পর্যন্ত আমাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, যা অন্য কাউকে দেওয়া হয় না ।
পূর্ববর্তী ওলিদের (বেলায়েতের) সূর্য অস্তমিত হয়েছে কিন্তু আমার (বেলায়েতের) সূর্য রয়েছে সূউচ্চ আসমানে, যা কখনও অস্তমিত হবে না । (বাহজাতুল আসরার, পৃষ্টা-২৮৪)
এ সম্পর্কে সমগ্র ভারতবর্ষে কাদেরীয়া তরিকার প্রচারক , বড়পীর গাউসে পাকের খাস বংশধর তথা আহলে বাইতের সদস্য(প্রিয় নবীর বংশধর) , হযরত সৈয়্যেদেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী আল জিলানী আল মেদিনীপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আযীয ওরফে ''মওলা পাক'' তার '' দিওয়ান-ই-পাক'' এর এক কাসিদা শরিফে বলেন -
হো গ্যায়া শামসে বেলায়েত আগলে লোগুঁকা গরুব
গাওস কে ফয়যান কা নিকলা জব চমক কর আফতাব ।
অর্থ: বেলায়েতের সূর্য হয়েছে যত অস্তগত
গাউসিয়াত রবি আপনার রবে চির প্রজ্জ্বলিত । (দিওয়ান-ই-পাক)
ইয়া গাউসে পাক ! রওশন জমীর। ইয়া কুতুবুল কাওনায়েন। ইয়া গাউসে আযম আল-গায়াস । ইয়া গাউসুল ওরা । ইয়া গাউসুল কুল । আপনার গাউসিয়াত ও বেলায়েতের ফয়ূজাত আমাদের নসীব করুন । আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন।আমীন।
No comments:
Post a Comment