Sunday, 9 February 2014

HADEES

আল্লাহর নামে আড়ম্ব,যিনি পরম দয়ালু,করুণাময়।

হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু
হতে বর্ণিত, তিনি বলেন; রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম
এরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের ন্যায় নামায পড়বে,
আমাদের ক্বেবলার দিকে মুখ ফিরাবে, আমাদের যবেহকৃত পশু
আহার করবে, সে ওই (ধরনের) মুসলমান, যার জন্য আল্লাহ্‌-রাসূলের
নিরাপত্তা রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ্‌র যিম্মা বা নিরাপত্তা ভঙ্গ করো না।
(কিতাবুল ঈমানঃহাদীস নং-১২,মিশকাত শরীফ)

No comments:

Post a Comment