আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন।
আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে বলতে শুনেছি যে,
"তোমাদের মধে এমন এক সম্প্রদায়ের আত্ন প্রকাশ ঘটবে,
যাদের নামাযের তুলনায়, রোযার তুলনায়, তোমাদের নগণ্য মনে হবে,
তাদের আমলের মুকাবিলায় তোমাদের আমল কে নগণ্য মনে হবে।
তাদের কুর্আন পাঠ কণ্ঠনালী অতিক্রম করবেনা। তারা দ্বীন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়।
[বুখারী শরীফ, ২ইয়ু খণ্ড, ৭৫৬ পৃষ্ঠা,]
আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে বলতে শুনেছি যে,
"তোমাদের মধে এমন এক সম্প্রদায়ের আত্ন প্রকাশ ঘটবে,
যাদের নামাযের তুলনায়, রোযার তুলনায়, তোমাদের নগণ্য মনে হবে,
তাদের আমলের মুকাবিলায় তোমাদের আমল কে নগণ্য মনে হবে।
তাদের কুর্আন পাঠ কণ্ঠনালী অতিক্রম করবেনা। তারা দ্বীন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়।
[বুখারী শরীফ, ২ইয়ু খণ্ড, ৭৫৬ পৃষ্ঠা,]
No comments:
Post a Comment