নবী পাক সাল্লাল্লাহু আলাইহে
ওয়াসাল্লাম বলেন, আমার হাউজে কাউসারের দূরত্ব একমাসের রাস্তা। এটা চতুর্ভূজ
আকারের । যার পানি দুধের চেয়েও সাদা, মেসকের চেয়েও সুগন্ধ আর উজ্জ্বলতার
দিক দিয়ে আকাশের নক্ষত্রের মত । এই ঝর্ণা থেকে যারা একবার পানি পান করবে সে
আর কখনও পিপাসার্ত হবেনা ।
[বূখারী ও মুসলিম]
No comments:
Post a Comment