Sunday, 16 February 2014

প্রিয় নবীজির হাদিস মোবারক

হযরত আবূ সাঈদ রাঃ হতে বর্ণিত, রাসুল দঃ এরশাদ করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছেন যারা তাদের সকল সমর্থক ও অনুসারীদের জন্য সুপারিশ করবে । আর কিছু লোক আছেন যারা একটি দলের জন্য সুপারিশ করবে । আর কিছু লোক আছে যারা এক এক জনের জন্য সুপারিশ করবে । এভাবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে ।
(তিরমীযি খন্ড,২ পৃঃ ৬৭, হাদিস নং ২৪৪০)

No comments:

Post a Comment