রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "আমার উম্মতের
কিছু লোক এমন হবে যারা, মদের নাম পরিবর্তন করে অন্য নাম রাখবে , এবং তা পান
করবে । আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে ।
আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন"।
(সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮)
(সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮)
No comments:
Post a Comment