Thursday, 27 February 2014

দয়াল নবীজির গোলামির মর্যদা

হযরত আসমা বিনতে উমায়স রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে,
একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী (রা:) উনার উরু মোবারকের উপর মাথা মোবারক রেখে শুয়ে ছিলেন, এ সময় উনার প্রতি ওহী মুবারক অবতীর্ণ হচ্ছিল ! হযরত আলী (রা:) তিনি তখনো আছরের নামাজ আদায় করেন নাই, এদিকে সূর্যও অস্তমিত হয়ে গিয়েছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে হযরত আলী আপনি কি আসরের নামাজ আদায় করেছেন ?
জবাবে তিনি বললেন,
না ! ঐ সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, 
ইয়া আল্লাহ পাক ! হযরত আলী আপনার এবং আপনার হাবীবের খিদমতে ছিলেন, আপনি উনার জন্যে সূর্যকে ফিরিয়ে দিন। সে সময় সূর্য পূনরায় ফিরে আসলো। হযরত আসমা রদ্বিয়াল্লাহু আনহু বলেন, 
আমি সূর্য অস্ত যেতেও দেখেছি এবং আবার উদিত হতেও দেখেছি ! সূর্যের কিরন পাহাড় ও মাটিতে ছড়িয়ে পরেছিল। এ ঘটনা সাহবা নামক স্থানে সংঘটিত হয়। "" 
(মাদারেজুন নবুওয়াত ৬ ষষ্ঠ অধ্যায়) 
--- সুবহানাল্লাহ ---

No comments:

Post a Comment