Friday, 28 February 2014

আল্লাহপাক জাহান্নামীদের দেহকে বড় করে দিবেন

আল্লাহ তা’আলা জাহান্নামীদের দেহকে জাহান্নামে বড় করে দেবেন যাতে তাদের কষ্ট বেশি হয় ।
যেমন হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন,
“একজন কাফেরের কাঁধ একজন দ্রূতগামী আরোহীর তিন দিনের রাস্তার সমান চওড়া ।"

[বুখারি হাদিস নং: ৬৫৫২, মুসলিম হাদিস নং: ২৮৫২]

No comments:

Post a Comment