Friday, 28 February 2014

অহংকার এর পরিণাম


আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত:::
প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) বলেছেন,

“যার অন্তরে অণু পরিমান

অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেনা।” এক ব্যক্তি জিজ্ঞাসা করল, “যদি কেউ সুন্দর জামা আর সুন্দর জুতা পরিধান করতে ভালবাসে?”
তখন নবী করীম (সাঃ) বললেন, “নিশ্চয়ই আল্লাহ্‌ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার মানে হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা।”

~(সহীহ্‌ মুসলিম; কিতাবুল ঈমান, অধ্যায়: ১, হাদীস নম্বর: ১৬৪)

No comments:

Post a Comment