Sunday, 9 February 2014

QURAAN

আল্লাহর নামে আড়ম্ব,যিনি পরম দয়ালু,করুণাময়।

এবং সুসংবাদ দিন তাদেরকে, যারা ঈমান এনেছে এবং
সৎকর্ম করেছে যে, তাদের জন্য বাগানসমূহ(জান্নাত) রয়েছে,
যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহমান। যখন তাদেরকে ওই
বাগানগুলো থেকে কোন ফল খেতে দেওয়া হবে তখন তারা
সেটার(বাহ্যিক)আকার দেখে বলবে, ‘এতো ওই রিয্‌ক্ব,
যা আমরা পূর্বে পেয়েছিলাম;’এবং ওই ফল, যা(বাহ্যিক আকৃতিগতভাবে)
পরস্পর সাদৃশ্যময়,তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের জন্য ওই
বাগানগুলোতে(জান্নাতসমূহ)পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তারা ওই গুলোর
মধ্যে স্থায়ীভাবে থাকবে।
(সূরা-বাক্বারা,আয়াতঃ২৫,অনুবাদঃকানযুল ঈমান)

No comments:

Post a Comment