Thursday, 6 February 2014

হযরত লূত (আ.)

হযরত লূত (আ.)এর জাতির অবর্ণনীয় নৈতিক অধঃপতন ঘটেছিল। তারা স্ত্রী সংসর্গ ত্যাগ করে প্রকাশ্য দিবালোকে জন সমাবেশে সমকামিতার মত জঘন্য অপরাধে নিজেদের অভ্যস্ত করে ফেলেছিল। পুরুষ লোলুপতা তাদের মধ্যে এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, অতিথি পর্যন্ত নিজেকে নিরাপদ ভাবতে পারতো না। হযরত লূত (আ.)এর স্ত্রীও এই পাপীদের সহযোগী ছিল। শুধু তাই নয়, ঐ এলাকা দিয়ে কোন কাফেলা বা পথিক যাতায়াত করতে পারতো না। এরা সব লুটপাট করে নিয়ে যেত এবং জানে খুন করতো তাদের। এই অধঃপতিত ও বেপরোয়া জাতিকে আল্লাহ্ তাআলা কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দেন। ঐ যমীনের মাটিকে উল্টে তার গভীরে তিনি তাদের প্রোথিত করেন। একই সঙ্গে তাদের ওপর নিপে করা হয় প্রস্তর। পবিত্র কুরআনের বিভিন্ন সরায় এ ঘটনা সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। সরা আরাফে ইরশাদ হয়েছেঃ

“তোমরা কি এসব অশ্লীল কাজ করছ যা তোমাদের পর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করছ। তার সম্প্রদায় এ ছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদের শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়। অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবার-পরিজনকে বাঁচিয়ে দিলাম কিন্তু তাঁর স্ত্রী, সে তাদের মধ্যেই রয়ে গিয়েছিল। আমি তাদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতঃপর দেখ গোনাহ্গারদের পরিণতি কিরূপ হয়েছে”। (সরা আরাফঃ ৮০-৮৪)।

সরা হুদ এ বলা হয়েছেঃ “যখন আমার আযাব এসে গেল, তখন আমি বস্তিটিকে উল্টে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে প্রস্তর বর্ষণ করলাম, যা আপনার প্রতিপালকের নিকট চিহ্নযুক্ত ছিল। সে বস্তিটি এ কাফিরদের থেকে বেশী দূরে নয়”।

No comments:

Post a Comment