Friday, 14 February 2014

জুম'আর দিনে দরূদ শরীফের গুরুত্

হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন-তোমরা আমার ওপর বেশি করে দরূদ শরীফ পাঠ কর । কেননা এই দিনকে সাক্ষী বানানো হয়েছে । এই দিনে ফেরেশতা হাযির হয় । আর তোমাদের মধ্যে হতে যখন কেউ দরূদ শরীফ পড়ে তখন সেই দরূদ শরীফ হতে পৃথক হওয়ার পূর্বে ওই দরূদ শরীফ আমার দরবারে পৌঁচানো হয় ।

[ জামে ছগীর- ১ম খন্ড, ৫৪ পৃষ্ঠা ]

No comments:

Post a Comment