Tuesday, 11 February 2014

আল্লাহ তা’য়ালার একশত ভাগের মাত্র একভাগ রহমত

হযরত আবূ হুরায়রা (র:) হতে বর্ণিত; তিনি বলেন, রাসুল্লাল্লাহু সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “আল্লাহ পাকের একশত রহমত রয়েছে, যা হতে মাত্র একভাগ রহমত এই সারা জগতের মধ্যে নাযিল করেছেন। আর তার দ্বারা একে অন্যকে মায়া করে। তা দিয়ে তারা একে অন্যকে দয়া করে এবং তা দিয়ে দুনিয়ার এত মায়া ও মমতা। বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ, পরকালের জন্য রেখে দিয়েছেন, যেই রহমত ক্বিয়ামতের দিন প্রকাশ করবেন ।”
[বোখারী ও মুসলিম শরীফ, মিশকাত শরীফ ৫ম খন্ড; হাদিস নং- ২২৪৮]
 --- সুবহানাল্লাহ ---

No comments:

Post a Comment