Sunday, 2 February 2014

কদমবুচি শুধু জায়েয নয়, সুন্নাতে সাহাবাও

হযরত যোরা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু
যিনি আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের
অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, আমরা যখন
মদীনা শরীফে আগমন করলাম, তখন আমাদের বাহন
হতে তাড়াতাড়ি নেমে পড়লাম এবং রাসূলে করীম
সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর হস্ত
মুবারক এবং কদম মুবারক চুম্বন করলাম।

{ আবু দাউদ শরীফের সূত্রে মিশকাতুল মাসাবীহ ৪০২ পৃষ্ঠা }

No comments:

Post a Comment