Sunday, 2 February 2014

দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ

একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো । এক শয়তান খুব মোটা তাজা অন্যজন ছিল পাতলা। মোটা শয়তান মোটা শয়তাকে বলল, ভাই শেষ পর্যন্ত তুমি এত দূর্বল কেন? সে বলল,আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় بِسْمِ الله শরীফ পাঠ করে নেয় আমাকে তার নিকট থেকে দূরে পালাতে হয়। দোস্ত: এ কথাতো বল! তুই তো খুব সাস্থ্য বানিয়েছিস,কিভাবে সাস্থ্য বানিয়েছিস?মোটা শয়তান বলল, "আমি এক এমন অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরেبِسْمِ الله পড়া ব্যতিত প্রবেশ করে ও পানাহারের সময়ও بِسْمِ الله পড়েনা,অতএব আমি তার ঐ সকল প্রকার কাজের অংশিদার হয়ে যাই। আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার হয়ে থাকি। (আসরারুল ফাতিহা,পৃষ্ঠা-১৫৫)

No comments:

Post a Comment