একদা
রাসূলুল্লাহ (সাঃ) এক বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, বৃদ্ধারা কখনো বেহেশতে
যাবে না। একথা বলে রাসূলুল্লাহ (সাঃ) চলে গেলেন। এদিকে বৃদ্ধা খুব কাঁদতে
কাঁদতে অস্থির। সে ভাবল, বুড়িরা যখন জান্নাতে যাবে না তাহলে আমার কী উপায়
হবে। অনেকক্ষণ পর রাসূলুল্লাহ (সাঃ) ফিরে আসলেন কিন্তু বৃদ্ধার কান্না তখনো
শেষ হয়নি। রাসূলুল্লাহ (সাঃ) কাঁদার কারণ জানতে চাইলে সে বলল, আপনি বললেন
বৃদ্ধারা বেহেশতে যাবে না, তাহলে আমার কী উপায় হবে? রাসূলুল্লাহ (সাঃ)
বুড়ির কথা শুনে হেসে বললেন, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না
বরং যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা শুনে বুড়ি কান্না বন্ধ করে হেসে
দিলেন।
No comments:
Post a Comment