Sunday, 2 February 2014

নূরের নবী

হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহ হতে বর্নিত- তিনি বলেন, আমি রাত্রে বাতির আলোতে বসে নবী করিম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় সেলাই করছিলাম। এমন সময় বাতিটি (কোন কারনে) নিভে গেল এবং সুচটি হারিয়ে ফেললাম। এরপর নবী করীম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে আমার ঘরে প্রবেশ করলেন। তার চেহারা মোবারকের নুরের জ্যোতিতে আমার অন্ধকার ঘর আলোময় হয়ে গেল এবং আমি ( ঐ আলোতেই) আমার হারানো সুইটি খুজে পেলাম"।
 

( আন- নে'মাতুল কোবরা- ৪১ পৃঃ)

No comments:

Post a Comment