Sunday, 2 February 2014

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম অতুলনীয়

হযরত আনাস রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম ছিল মনি মুক্তার মতো, যখন পথ চলতেন পূর্ণ তারুন্যের সাথে চলতেন । আমি নবীজীর হাতের তালু মোবারকের মতো কোমল না কোনো মোটা রেশমী কাপড় দেখেছি না কোনো পাতলা । আর আমি এমন কোনো মেশক আম্বরের খুশবো দেখিনি যা নবীজির শরীর মোবারকের ঘাম মোবারকের চাইতে অধিক খুশবো ।
 

 বুখারী শরীফ- ১ম খন্ড, ২৬৪ পৃঃ, মু

No comments:

Post a Comment