Thursday, 6 February 2014

হাদীস শরীফ

>> হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দুটো চোখকে (জাহান্নামের ) আগুন
কখনো স্পর্শ করবেনা-
• এমন চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে।
• এমন চোখ যা নিদ্রাহীনভাবে রাতে আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে।
{ সুনান তিরিমিযী, হাদিস নং-১৬৩৯}

No comments:

Post a Comment