হায় কি কপাল এই সবও দেখতে হল। আজ বুঝি রাসুলে পাক(দঃ) এর বানী মোবারক
আবারও সত্য হল।রাসুলে পাক(দঃ) বলেছেন ",আমার উম্মতদের মাঝে ৭৩টি দল হবে এবং
একটি দল ব্যতীত সাবাই জাহান্নামি হবে।""
আজ কিছু সংখক মুসলমান দেখতে পাই, যারা দয়াল রাসুল (সঃ)কে আমাদের মত ও তার
চেয়েও সাধারন মানুষ বলে মনে করে। তারা এও মনে করে যে দয়াল নবী মরে মাটির
সাথে মিশে গেছে, তারা আরও মনে করে রাসুল পাক(সঃ) মাটির তৈরি এবং রাসুলকে
বড় ভাইয়ে মত সম্মান দিতে হবে এর বেশি দিলে শিরক ও বিদাত।অথচ ঐ ব্যক্তিগন ৫
ওয়াক্ত নামাজ, মুখে বড় বড় দাড়ি,মাথায় টুপি এবং পাঞ্জাবি পরিধান
করে।তারা বলে বেড়ায় তারা কোরআন ও হাদিস মেনে চলে। হযরত রাসুল
পাক(সঃ)বলেছেন,"নিশ্চই আল্লাহ সর্ব প্রথম আমার নূর সৃষ্টি করেছেন, তারপর
আমার নূর হতে সারা জাহান এবং আরশ কুরসি লৌহে-মাফুজ,জান্নাত আর যা কিছু আছে
সব সৃষ্টি করেছেন। উদাহরন সরুপ আমার দাড়ি নাই,বয়স অনেক কম, তাদের মত টুপি
পাঞ্জাবি সবসময় পরিধান করিনা এবং তাদের মত মাওলানা মুলবিও নই,কিন্তু আমি
তাদের মত রাসুলের প্রতি মনে বিদ্বেষ পোষন করাতো দুরের কথা আমি আমার নিজের
জীবনে চেয়ে বহু কোটি গুন রাসুলকে ভালবাসি। তারা যে কতটুকু রাসুলে পাক কে
ভালবাসে তা তাদের মতপ্রকাশ শুনলে ও দেখলেই বুঝাযায়।অথচ হাদিস শরীফে আছে
রাসুল পাক(সঃ)বলেছেন,"যে ব্যক্তি তার ধন সস্পদ,স্বামী বা স্ত্রী,ছেলে মেয়ে
সন্তান এবং নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসবে না, সে কখনই প্রকৃত মোমিন
হতে পারেনা।"(মসনবী শরীফ,সহি বোখারী শরীফ, তিরমিযী শরীফ)
No comments:
Post a Comment