হযরত আবু উমারাতা বারাআ ইবনে আযেব (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে অমুক! তুমি যখন নিজের বিছানায়
ঘুমাতে যাও, তখন বলোঃ ‘হে আল্লাহ! আমি আমার সত্তাকে তোমার নিকট সমর্পণ
করছি, আমি আমার মুখমণ্ডলকে তোমার দিকে ফিরিয়ে দিয়েছি। আমার তাবৎ বিষয়
তোমার নিকট সোপর্দ করেছি এবং আমার পিঠখানা তোমার দিকে ঠেকিয়ে দিয়েছি। আর
এসব কিছুই করেছি তোমার শাস্তির ভয়ে এবং পুরস্কারের লোভে। তুমি ছাড়া আর
কোন আশ্রয়স্থল নেই, তুমি ছাড়া বাঁচারও কোন উপায় নেই। আমি তোমার নাযিলকৃত
কিতাবের প্রতি ঈমান এনেছি এবং তোমার প্রেরিত নবীর প্রতিও ঈমান এনেছি।’
রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘(এ দো’আ পাঠের পর)
তুমি যদি ঐ রাতেই ইন্তেকাল কর, তাহলে ইসলামের ওপরই তোমার মৃত্যু ঘটবে আর
যদি সকালে বেঁচে থাকো, তাহলে বিপুল কল্যাণ লাভ করবে।’
[দৃঢ় ঈমান ও আল্লাহ তায়ালার ওপর ভরসার বিবরণ অধ্যায় ::রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ৮০]
[দৃঢ় ঈমান ও আল্লাহ তায়ালার ওপর ভরসার বিবরণ অধ্যায় ::রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ৮০]
No comments:
Post a Comment