Monday, 3 February 2014

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপদ মস্তক ছিল নূর

হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নূরে মুজাস্সাম , নূরুন আলা নূর | নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপদ মস্তক ছিল নূর | সে জন্যই আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিসিম মোবারকের ছায়া ছিল না | কোরআন হাদিস প্রমান করে আমার দয়াল নবীজি সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পূর্ণ নূর | এখন কেউ যদি নবীজি নূরের তৈরী নয় বলে অস্বীকার বা সন্দেহ করে সেটা প্রকাস্য কুফরী এবং ঈমান চলে যাবে | এখনকার দেওবন্দীরা নবীজিকে নূর বলে স্বীকার করেনা , এরা বলে নবীজি নাকি মাটির তৈরী ( নাউজুবিল্লাহ ) ! কিন্তু এরা না মানলে কি হবে তাদের পূর্বসুরী আলেম মুরব্বিরা নবীজি যে নূরের তৈরী তার পক্ষে অনেক কিতাব লিখেছেন | তারই কিছু দলিল প্রমান আপনাদের খেদমতে পেশ করছি |

দেওবন্দীদের প্রসিদ্ধ আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনার সুকরুন নিমাহ কিতাবের ৩৯ পৃষ্ঠায় উল্লেখ করেন ,
ﻳﻪ ﺑﺎﺕ ﻣﺜﻬﻮﺭ ﮬﮯ ﻛﻪ ﮬﻤﺎﺭﮮ ﺣﻀﺮﺕ ﺻﻠﻲ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻛﮯ ﺳﺎﯾﻪ ﻧﻬﻴﯽ ﺗﻬﺎ ) ﺍﺳﻞﺀﮮ ﻛﻪ ( ﻫﻤﺎﺭﮮ ﺣﻀﺮﺕ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺻﺮﺗﺎﭘﺎ ﻧﻮﺭ ﻫﻲ ﻧﻮﺭ ﺗﮩﮯ নবীজির দেহ মোবারকের ছায়া চন্দ্র সূর্যের মধ্যে পড়তো না কেননা নবীজির আপাদমস্তক ছিল নূর |

থানভী সাহেব উনার নসরুত তীব এর ৫ পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন ,
ﻳﺎ ﺟﺎﺑﺮ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻗﺪ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ﻧﻮﺭ ﻧﺒﻴﻚ
নবীজি সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , হে জাবের ( রা ) আল্লাহ সর্ব প্রথম তোমার নবীর নূর মোবারক সৃষ্ঠি করেছেন |

এই কিতাবের ৬ পৃষ্ঠায় তিনি আরো উল্লেখ করেন ,
ﻛﻨﺖ ﻧﻮﺭﺍ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﺭﺑﻲ ﻗﺒﻞ ﺧﻠﻖ ﺍﺩﻡ ﺑﺎﺭﺑﻌﺔ ﻏﺸﺮ ﺍﻟﻒ ﻋﺎﻡ হুজুর পাক সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , আদম ( আ ) কে সৃষ্ঠির ১৪০০০ বছর পূর্বে আমি আমার রবের নিকট নূর হিসেবে ছিলাম |

আরেক দেওবন্দী আলেম মাওলানা হুসাইন আহমদ মাদানী উনার শিহাবুস ছাকিব কিতাবের ৫০ পৃষ্ঠায় উল্লেখ করেন ,
ﻏﺮﺿﻴﻜﻪ ﺣﻘﻴﻘﺖ ﻣﺤﻤﺪﻳﻪ ﻋﻠﻴﻪ ﺍﻟﺼﻠﻮﺓ ﻭﺍﻟﺴﻼ ﻭ ﺍﻟﺘﺤﻴﺘﻪ ﻭﺍﺳﻄﻪ ﺟﻤﻠﻪ ﻛﻤﺎﺍﻻ ﻋﺎﻟﻢ ﻭ ﻋﺎﻟﻤﺎﯼ ﮨﯽ ﻳﻪ ﻫﻲ ﻣﻌﻨﻲ ﻟﻮﺍﻻﻙ ﻟﻤﺎ ﺧﻠﻘﺖ ﺍﻻﻓﺎﻻﻙ ﺍﻭﺭ ﺍﻭﻝ ﻣﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭﻱ ﺍﻭﺭ ﺍﻥ ﻧﺒﻲ ﺍﻻﻧﺒﻴﺎ ﮐﮯ ﮨﯿﯽ
সমস্থ আলম নূরে মোহাম্মদী হতে সৃষ্ঠ | যদি আপনি নবী সৃষ্ঠি না হতেন তাহলে এই আসমান জমিন কিছুই সৃষ্ঠি করতাম না | মহান আল্লাহ পাক সর্ব প্রথম আমার নূর মোবারক
সৃষ্টি করেন এবং আমিই নবীদের নবী এই সকল হাদিস থেকে এটাই বুঝানো হয়েছে |

দেওব্ন্দীদের আরেক প্রসিদ্ধ আলেম মাওলানা রশিদ আহমদ গন্গ্গুহী সাহেব উনার কিতাব এম্দাদুস সুলুকের ৮৬ পৃষ্ঠায় উল্লেখ করেন , ﺑﺘﻮﺍﺗﺮ ﺛﺎﺑﺖ ﺛﺪ ﻛﻪ ﺍﻧﺤﻀﺮﺕ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﺴﻠﻢ ﺳﺎﻳﻪ ﻧﺪ ﺍﺛﺘﻨﺪ - ﻭﻇﺎﻫﺮ ﺍﺳﺖ ﻛﻪ ﺑﺠﺰ ﻧﻮﺭ ﻫﻤﻪ ﺍﺟﺴﺎﻡ ﻇﻞ ﻣﻲ ﺩﺍﺭﻧﺪ নবীজির দেহ মোবারকের কোনো ছায়া ছিল না | কেননা একমাত্র নূরের দেহ ছাড়া অন্য দেহের ছায়া থাকে |

No comments:

Post a Comment