Thursday, 6 February 2014

মুসলমানের স্বরূপ কি রকম হওয়া উচিত

হযরতে সায়্যিদুনা আবদুলিল্লাহ বিন ওমর
রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত,
সরকারে মদীনা সাল্লাল্লাহু
তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেছেন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই।
সুতরাং একজন মুসলমান অপর মুসলমানের উপর
জুলুম
করতে পারবে না এবং তাকে সহায়হীনভাবে পরিত্যাগও
করতে পারবে না । যে মুসলমান তার অপর মুসলিম
ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ
তা'আলা তার অভাব পূরণ করবেন । আর
যে মুসলমান তার অপর মুসলিম ভাইয়ের কষ্ট লাঘব
করবে, আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তার
কষ্ট লাঘব করবেন। আর যে মুসলমান তার অপর
মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ
তা'আলাও ক্বিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন
করবেন ।
(সহীহ মুসলিম, হাদীস নং-৬৫৮০, পৃষ্ঠা-১৩৯৪)

No comments:

Post a Comment