Sunday, 2 February 2014

HADEES E PAAK

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন , মৃতের লাশ চৌ খাটে রেখে কবরস্থানে নেয়ার জন্য যখন তা কাধে করে বহন করে । তখন সে পুণ্যবান হলে বলে , আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ।আর যদি সে পুণ্যবান না হয়, তাহলে নিজের পরিবার পরিজন কে বলে , হায় ! আমার ধংস , তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী তাঁর এই কথা শুনতে পায় । আর মানুষ যদি শুনত অবশ্যই সে বেহুশ হয়ে পরত । - (বুখারি শরীফ)

No comments:

Post a Comment