•হযরত আনাস ইবন
মালেক রাদিয়াল্লাহু
‘আনহু বলেন,
আমি রাসূলূল্লাহ
সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
“বরকতম আল্লাহ
তা‘আলা বলেন: হে আদম
সন্তান! যতক্ষণ
তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার
থেকে (ক্ষমা লাভের)
আশায় থাকবে, তোমার
গুনাহ যত বেশিই হোক,
আমি তোমাকে ক্ষমা করব,
এতে কোন পরওয়া করব
না। হে আদম সন্তান!
যদি তোমার গুনাহর স্তুপ
আকাশের
কিনারা বা মেঘমালা পর্যন্তও
পৌঁছে যায়, অতঃপর
তুমি আমার
কাছে ক্ষমা প্রার্থনা কর,
আমি তোমাকে ক্ষমা করে দেব,
এতে আমি ভ্রুক্ষেপ করব
না। হে আদম সন্তান!
যদি তুমি গোটা পৃথিবী ভর্তি গুনাহ্
নিয়েও আমার কাছে আস
এবং আমার
সাথে কাউকে শরীক
না করে থাক,
তাহলে আমিও তোমার
নিকট
পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত
হব।
[মুহাম্মদ ইবন ‘ঈসা আত-
তিরমিযী, জামি‘উত-
তিরমিযী (দিমাশক:
মাকতাবাতু ইবন হাজর,
১ম সংস্করণ, ১৪২৪
হি./২০০৪ খ্রি.),
কিতাবুদ-দাওয়াহ, বাবু
ফি ফাযাইলিত-তাওবাহ
ওয়াল-ইস্তিগফার,
হাদীস নং ৩৫৪০, পৃ.
৯৯৩-৯৯৪]
মালেক রাদিয়াল্লাহু
‘আনহু বলেন,
আমি রাসূলূল্লাহ
সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
“বরকতম আল্লাহ
তা‘আলা বলেন: হে আদম
সন্তান! যতক্ষণ
তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার
থেকে (ক্ষমা লাভের)
আশায় থাকবে, তোমার
গুনাহ যত বেশিই হোক,
আমি তোমাকে ক্ষমা করব,
এতে কোন পরওয়া করব
না। হে আদম সন্তান!
যদি তোমার গুনাহর স্তুপ
আকাশের
কিনারা বা মেঘমালা পর্যন্তও
পৌঁছে যায়, অতঃপর
তুমি আমার
কাছে ক্ষমা প্রার্থনা কর,
আমি তোমাকে ক্ষমা করে দেব,
এতে আমি ভ্রুক্ষেপ করব
না। হে আদম সন্তান!
যদি তুমি গোটা পৃথিবী ভর্তি গুনাহ্
নিয়েও আমার কাছে আস
এবং আমার
সাথে কাউকে শরীক
না করে থাক,
তাহলে আমিও তোমার
নিকট
পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত
হব।
[মুহাম্মদ ইবন ‘ঈসা আত-
তিরমিযী, জামি‘উত-
তিরমিযী (দিমাশক:
মাকতাবাতু ইবন হাজর,
১ম সংস্করণ, ১৪২৪
হি./২০০৪ খ্রি.),
কিতাবুদ-দাওয়াহ, বাবু
ফি ফাযাইলিত-তাওবাহ
ওয়াল-ইস্তিগফার,
হাদীস নং ৩৫৪০, পৃ.
৯৯৩-৯৯৪]
No comments:
Post a Comment