Sunday, 2 February 2014

কুরআন এ পাক

আল্লাহর নামে আড়ম্ব,যিনি পরম দয়ালু,করুণাময়।

ওই সব লোক তাদের রবের পক্ষ থেকে হিদায়তের
উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।নিশ্চই তারা,
যাদের অদৃষ্টে কুফর রয়েছে তাদের জন্য সমান-
চাই আপনি তাদেরকে ভীতি প্রদ্রর্শন করুন কিংবা
না-ই করুন।তারা ঈমান আনার নয়।আল্লাহ তাদের
অন্তরগুলোর উপর এবং কানগুলোর উপর মোহর ছেপে
দিয়েছেন।আর তাদের চোকের উপর কালো-ঠুলী
(আবরণ)রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি।
(সূরা-বাক্বারা,আয়াতঃ৫-৭,অনুবাদঃকানযুল ঈমান)

No comments:

Post a Comment