Wednesday, 5 February 2014

নিয়ামতের ওপর খুশি উদযাপন করা

=আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ(দঃ)কে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন- 'আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি।' (সূরাঃআম্বীয়া,আয়াত নং১০৭) =আল্লাহ তায়ালার নিয়ামতের শোকরিয়া জ্ঞাপনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হল নিয়ামতের ওপর খুশি উদযাপন করা। তাই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- '(হে রাসূল) আপনি বলুন, (সবকিছু) আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তারা(মুসলমান) যেন খুশি উদযাপন করে। তারা যা সঞ্চয় করছে তা থেকে এটিই শ্রেষ্ঠতর।' (সূরাঃইউনূস,আয়াত নং৫৮) ঈদ উদযাপন করাঃ আল্লাহর নিয়ামত পাবার দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করার মাধ্যমেও নিয়ামতের শোকরিয়া করা যায়। যেমন হযরত ঈসা(আঃ) বলেছিলেন- 'হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করুন; এটি আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে ঈদস্বরূপ এবং আপনার নিকট হতে নিদর্শন।'(সূরাঃ মায়িদা,আয়াত নং১১৪)

No comments:

Post a Comment