হাদীস নং ১= হযরত আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আমি বললাম, ইয়া রসূলাল্লাহ্! নিশ্চয় আমি আপনার থেকে অনেক
হাদীস শুনি, কিন্তু ভুলে যাই।
রসূল সাল্লাল্লাহু
তা'আলা আলায়হি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার চাদরকে বিছিয়ে ধর, আমি চাদরকে বিছিয়ে দিলাম।
অতঃপর রসুল শূন্য হাতে চাদরের উপরে কি যেন ঢেলে দিয়ে বললেন, (চাদরটি) তোমার বুকের
সাথে মিশিয়ে নাও। আমি তা (বুকে) মিলিয়ে নিলাম।
সেদিন থেকে আমি আর কিছুই ভুলিনি।
{সূত্রঃ 'সহীহ বুখারী', 'ইলম অধ্যায়্', ১ম খন্ড, ২২ পৃষ্ঠা, 'সওম
অধ্যায়্', ১ম খন্ড, ২৭৪ পৃষ্ঠা}
হাদীস নং ২= হযরত রবী'আহ রদ্বিয়াল্লাহু আনহু নবীজীর একনিষ্ঠ খাদিম। তিনি নবীজীর ওযূর
পানি ঢেলে দিতেন। একদিনের ঘটনা তারই বর্ণনা থেকে জানা যায়- আমি এক রাতে নবীজীর
খিদমতে ছিলাম। আমি ওযূর পানি নিয়ে তাঁর খিদমতে হাযির হলাম। সেদিন
খিদমতে খুশি হয়ে নবীজী আমাকে সম্বোধন করে এরশাদ করলেন, হে রবী'আহ ! তুমি আমার
কাছে (যা ইচ্ছা) চাও। আমি বললাম্, হুযূর !
আমি বেহেশতে আপনার সান্নিধ্য চাই (যেন
বেহেশতেও আপনার খিদমত করতে পারি)। হুযূর
বললেন, এছাড়াও আর কি চাও? আমি বললাম এটিঈ
যথেষ্ট।
{সহীহ মুসলিম ১ম খন্ড ১৯৩ পৃষ্ঠা,
সুনানি আবূ দাঊদ ১ম খন্ড ১৯৪ পৃষ্ঠা}
আমি বললাম, ইয়া রসূলাল্লাহ্! নিশ্চয় আমি আপনার থেকে অনেক
হাদীস শুনি, কিন্তু ভুলে যাই।
রসূল সাল্লাল্লাহু
তা'আলা আলায়হি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার চাদরকে বিছিয়ে ধর, আমি চাদরকে বিছিয়ে দিলাম।
অতঃপর রসুল শূন্য হাতে চাদরের উপরে কি যেন ঢেলে দিয়ে বললেন, (চাদরটি) তোমার বুকের
সাথে মিশিয়ে নাও। আমি তা (বুকে) মিলিয়ে নিলাম।
সেদিন থেকে আমি আর কিছুই ভুলিনি।
{সূত্রঃ 'সহীহ বুখারী', 'ইলম অধ্যায়্', ১ম খন্ড, ২২ পৃষ্ঠা, 'সওম
অধ্যায়্', ১ম খন্ড, ২৭৪ পৃষ্ঠা}
হাদীস নং ২= হযরত রবী'আহ রদ্বিয়াল্লাহু আনহু নবীজীর একনিষ্ঠ খাদিম। তিনি নবীজীর ওযূর
পানি ঢেলে দিতেন। একদিনের ঘটনা তারই বর্ণনা থেকে জানা যায়- আমি এক রাতে নবীজীর
খিদমতে ছিলাম। আমি ওযূর পানি নিয়ে তাঁর খিদমতে হাযির হলাম। সেদিন
খিদমতে খুশি হয়ে নবীজী আমাকে সম্বোধন করে এরশাদ করলেন, হে রবী'আহ ! তুমি আমার
কাছে (যা ইচ্ছা) চাও। আমি বললাম্, হুযূর !
আমি বেহেশতে আপনার সান্নিধ্য চাই (যেন
বেহেশতেও আপনার খিদমত করতে পারি)। হুযূর
বললেন, এছাড়াও আর কি চাও? আমি বললাম এটিঈ
যথেষ্ট।
{সহীহ মুসলিম ১ম খন্ড ১৯৩ পৃষ্ঠা,
সুনানি আবূ দাঊদ ১ম খন্ড ১৯৪ পৃষ্ঠা}
No comments:
Post a Comment