Wednesday, 5 February 2014

আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী -

হযরত আবূ যর রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু
হতে বর্ণিত ,
তিনি পবিত্র কা'বা ঘরের দরজা হাত
দিয়ে ধরা অবস্থায় বলেন , আমি নবীয়ে পাঁক
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
কে বলতে শুনেছি , তোমাদের মধ্যে আমার
আহলে বাইতের দৃষ্টান্ত হযরত নূহ আলাহিস
সালামের জাহাজের মত । যে এতে আরোহন
করেছে সে মুক্তি পেয়েছে, আর যে এটা থেকে মুখ
ফিরিয়ে নিয়েছে , সে ধ্বংস হয়েছে ।

(মুসনাদে ইমাম আহমদ ঃ সুত্র ঃ মিশকাত শরীফ ৫৭০ পৃষ্ঠা )

No comments:

Post a Comment