Thursday, 6 February 2014

মা’য়ের সাথে ভালো আচরনের প্রতিদান

মা’য়ের সাথে ভালো আচরনের প্রতিদান -

=> হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম, জান্নাতে প্রবেশ করেছি। সেখানে কোন পাঠকের পড়ার আওয়াজ শুনতে পেলাম।
আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা (ফেরেশতা) বললেন,-ইনি হারেছা ইবনে নোমান। তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনই হয় সেবা ও সদাচরনের প্রতিদান,
এমনই হয় সেবা ও সদাচারের বিনিময়। তিনি ছিলেন তার মায়ের প্রতি সর্বাধিক সদ্ব্যবহারকারী ।

{ মুসনাদে আহমদ, হাদীস : ২৫১৮২; সুনানে নাসায়ী কুবরা, হাদীস : ৮২৩৩; সহীহ ইবনে হিববান, হাদীস : ৭০১৪ }

No comments:

Post a Comment