Wednesday, 5 February 2014

বিশুদ্ধ কয়েকটি হাদীস

নবীর আওলাদ রাসূলগণকে ভালবাসার জন্য বিশুদ্ধ কয়েকটি হাদীস নিম্নে পেশ করা হলো ১ম দলিল: হে আল্লাহ, আমি এদের উভয় জন কে ভালবাসি তুমিও ভালবাস এদের উভয় জনকে, আরো ভালবাস যারা এদেরকে ভালবাসবে। (তিরমিযি মেশকাত-৫৭০ পৃষ্ঠা) ২নং দলিল: হযরত ইয়ালা ইবনে মুররা (রা) বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুসাইন আমার আর আমি হুসাইন এর যে হুসাইন কে ভালবাসবে আল্লাহ তাকে ভালবাসবেন। (তিরমিযি ২য় খন্ড ২৪২ পৃষ্ঠা মেশকাত পৃষ্ঠা ৫৭০) ৩নং দলিলঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্নিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- তোমরা মহান আল্লাহ কে ভালবাস কারণ তিনি তোমাদের প্রতি নেয়ামত দ্বারা অনুগ্রহ করে থাকেন। আর মহান আল্লাহ তায়ালার ভালবাসা পেতে চাইলে আমাকে ভালবাস, আর আমাকে পেতে চাইলে আমার আওলাদ রাসূল তথা আমার বংশ আহলে বায়াতগণকে ভালবাস (তিরমিযি শরীফ পৃষ্ঠা-৫৭০) ৪নং দলিল: ততক্ষণ পর্যন্ত্ম কোন ব্যক্তির ক্বলবে কোন ঈমান প্রবেশ করবেনা, যতক্ষণা সে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্য পূরণ করবে এবং তার বংশধরকে ভালবাসবে। (তিরমিযি মিশকাত শরীফ পৃষ্ঠা-৫৭০)

No comments:

Post a Comment