Tuesday, 4 March 2014

HADEES E PAAK


আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বলিয়াছেন যে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী
ওয়া বারাকা ওয়া সল্লাম বলিয়াছেন,
”তিন প্রকার লোক আমাকে দেখিতে পাইবে না:-
১। পিতা-মাতার অবাধ্য সন্তান
২। আমার সুন্নাত পরিত্যাগ কারী
৩। যে আমার নাম শুনিয়া
”দরুদ শরীফ” পাঠ না করে।”
দ্রষ্টব্য:-এই সমস্ত হাদীস প্রতি লক্ষ্য করিয়া হাফেজ
ইবনে হায়তমী (রা:) তাহার কিতাব ‘জাওয়াজের
আন একতেরাফিল কাবায়ের’ এর মধ্যে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহ‍ু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা
ওয়া সাল্লামের নাম শুনিয়া “দরুদ শরীফ” পাঠ না
করাকে কবিরা গোনাহের মধ্যে পরিগণিত করিয়াছেন।
কারণ এই সমস্ত হাদীসে “দরুদ শরীফ” পাঠ ত্যাগকারীর
জন্য যথেষ্ট কুপরিনামের সংবাদ দেওয়া হয়েছে--
যাহা কবিরা গুনাহ্ নির্ণয়ের জন্য মান দন্ডস্বরুপ।

No comments:

Post a Comment